ভ্যাক্সিন নিয়ে দাদাদের লঙ্কাকাণ্ড

 বাংলাদেশ যখন সবার আগে ভারতে বিনিয়োগ করে কিছুটা নিশ্চিন্ত হতে চেয়েছে ভ্যাক্সিনের প্রাপ্যতা নিয়ে তখন ভারত তার বন্ধুসুলভ আচরন করে হঠাৎ টিকা সরবরাহ বন্ধ করে দেয়। অনেকটা হুটহাট করে পেয়াজ ও শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ বন্ধ করার মত। তো এবারো বন্ধুদেশ ভেবেছিল, বাংলাদেশ চিপায় পড়লে ভারতের গুরুত্ব বুঝে বাংলাদেশ নত হবে। দাদার দাদাগিরিতে লুটিয়ে পড়বে বাংলাদেশ সরকার।



আসলে ঠিক এই সময়ে হাজির হয়ে আসে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র,জাপান।

➤কয়েকদিন আগে ৫০ লাখের মধ্যে ২০ লাখা চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা,
➤ ৩০ লাখ টিকা আসছে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে, যা মডার্নার তৈরি।
➤সিনোফার্ম আগের থেকেও কম মূল্যে ২ কোটির বেশি ভ্যক্সিন দিতে প্রস্তুত। চালান পাঠিয়ে দিয়েছে(যুক্তরাষ্ট্র চাচ্ছে না চীন এগোলে তারা পিছিয়ে থাক। অনুদান বলুন আর কোভ্যাক্স বলুন, তারাও পর্যাপ্ত ভ্যাক্সিন উপহার হিসাবে দিয়েছে। বাকিটা আসছে কোভ্যাক্সের মাধ্যমে।)
➤জাপান ও ২৯ লক্ষ ভ্যাক্সিন পাঠিয়ে দিয়েছে। আগামি দুই মাসের মধ্যে ২ কোটি বা তার বেশি ভ্যাক্সিন এসে পৌছে যাবে।
➤ রাশিয়া ও এ দৌড়ে পিছিয়ে নেই।তারা রিতিমতো অফার ই করে বসেছে একসাথে কাজ করার জন্য।
✪✪অনেকে ই হয়তো জেনে থাকবেন কিছু দিন আগে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিটিকেল কম্পানী ও চীনের সাথে সিনোফাফার্ম এর একটা চুক্তি হয়েছে।অথ্যাৎ এখন বাংলাদেশের ই ইনসেপ্টার লোগো তে তৈরী হবে✪✪

ঠিক এই সময়ে বন্ধুদেশের টনক নড়েছে। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দোরাই স্বামী ( দৌড়ানো স্বামী) ঘোষনা করেছেন অবস্থা বেগতিক। তিনি দ্রুত দিল্লি যান। এখানে উল্লেখ করে রাখা ভালো,ভারত ফলাও ভাবে প্রচার করে বাংলাদেশকে কয়েক লক্ষ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা বলা হলেও বস্তুত পক্ষে প্রত্যেকটি টিকা ৫ $ ডলার করে বাংলাদেশ সরকারের খরচ করতে হয়েছে।অথচ তারা তাদের দেশের ফার্মাসিটিকেল কম্পানীগুলোতে একই জিনিস ২ $ ডলার করে বিক্রি করছে।
এ হলো আমাদের বন্ধু 😅।ধন্যবাদ দেওয়া উচিত কারণ এরকম বন্ধুসুলভ ব্যবহারের কারণেই আমরা চীন,রাশিয়া,যুক্তরাষ্ট্র,জাপানের কাছ থেকে ফ্রি তে ভেক্সিন পেয়েছি এবং বাংলাদেশের একটা কম্পানী জয়েন্টভেন্চারে কাজ করার মতো সুযোগ পেয়েছে।

ধন্যবাদ বাংলাদেশ সরকারকে সঠিক সময়ে ভেক্সিন প্রয়োগের জন্য।

Long live Bangladesh 🇧🇩❤️
আব্দুল্লাহ ইশতিয়াক
ishtiaksayem1169@gmail.com

Comments

Popular posts from this blog

মুকুটহীন সম্রাট তাজউদ্দীন

হরিপদ কপালী এক অূতপূর্ব কৃষক বিজ্ঞানী।

বাংলাদেশের বৃহত্তর রানওয়ে নির্মান হচ্ছে